প্রেস বিজ্ঞপ্তি :

উৎসব মূখর পরিবেশে শেষ হয়েছে কক্সবাজার পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। বার্ষিক এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার অন্যতম এই বিদ্যালয়ের মাঠে বসেছিল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকদের মিলনমেলা। সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-পৌর কাউন্সিলর ও বিদ্যালয় সংক্রান্ত মেয়র প্রতিনিধি হেলাল উদ্দিন কবির। এতে বক্তারা বলেন-পৌর প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয় আজ শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে ঐকান্তিক ভাবে কাজ করে যেতে হবে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরেশ কান্তি দে’র সঞ্চালনায় বিকেলে প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পৌর কাউন্সিলর ও বিদ্যালয় সংক্রান্ত মেয়র প্রতিনিধি হেলাল উদ্দিন কবির, মহিলা পৌর কাউন্সিলর মনজুমন নাহার, মহিলা পৌর কাউন্সিলর হুমাইরা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাসরিন সুলতানা। উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের শিক্ষক দয়াল পাল, মৌলানা মনজুর আলম, মিসেস মঈদুম গোলাম সরওয়ার শাহীন, মৌলানা মোঃ ইদ্রিস, আব্দুল কাদের, আনম নুরুল আমিন, ফাতেমা জহুরা, রিটু পাল, সেলিনা সুলতানা, কায়সার আলশ, তাহমিদুল মোন্তাসির, শিউলি দত্ত, প্রিয়াংকা দত্তসহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।