মোহাম্মদ ফারুক, পেকুয়া :

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান শিলখালী উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্টান উদযাপিত হয়েছে। এসো প্রাণের টানে, মিলিত হই স্মৃতির বন্ধনে শীর্ষক স্লোগানকে সামনে রেখে সুবর্ণজয়ন্তী উদযাপন পর্ষদ কর্তৃক অায়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। উদযাপন পরিষদের অাহ্বায়ক চেয়ারম্যান নুরুল হোছাইনের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র ড. মোস্তফা কামালের পরিচালনায় বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম বোর্ডের পরিচালক, প্রফেসর ছৈয়দ গোলাম ফারুক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফিসারীজ অনুষদের ডিন শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড.গিয়াস উদ্দিন অাহমদ, ১ম ব্যাচের ছাত্র দলিলুর রহমান, প্রাক্তন ছাত্র প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুঅাই কনসালটেন্ট মনছুর উদ্দিন অাহমদ, প্রাক্তন ছাত্র প্রকৌশলী বুয়েট জসিম উদ্দিন, প্রাক্তন ছাত্র ফেনী জেলা ও দায়রা জজ অামিনুল হক, প্রাক্তন ছাত্র শরীফ নাজমুল হুদা, বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক শিক্ষক অাবদুল মালেখ, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত অাজিজ রাজু।
এ সময় প্রধান অতিথির বক্তব্য ভাইস-চ্যান্সেলর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন ছিলেন স্বাধীনতার মহানায়ক তেমনি ছিলেন শিক্ষাবান্ধব নেতা। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার জন্য সব কিছু করে যাচ্ছেন। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক অাছেন অামার অনুরোধ এ স্কুলের প্রতি অারো নজরদিন।
বিশেষ অতিথির বক্তব্য প্রফেসর ছৈয়দ গোলাম ফারুক বলেন, পেকুয়ার একটি ইউনিয়নের স্কুলে সুবর্ণজয়ন্তী হচ্ছে। অাসতে মন চাইনি। সর্বেশষ অাসার পর জানতে পারলাম এ স্কুলে লেখাপড়া করেছেন অামার বন্ধু সালাউদ্দিন অাহমদ ও জসিম উদ্দিন। অাসাটাই অামার স্বার্থক হয়েছে। শিক্ষকদের প্রতি ছাত্রদের মমতা দেখে অামি অভিভূত। এ স্কুলটির সফলতা কামনা করছি।
সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করা স্কুলের প্রাক্তন ছাত্ররাও তাদের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন।