সিবিএন:
কক্সবাজারের অহংকার বীর মুক্তিযোদ্ধা এস.এম নূরুল হক বীর প্রতীক ও সহযোদ্ধাদের বীরত্বগাঁথা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য ফিল্ম ‘ডু অর ডাই।’ যাতে থাকছে বীর মুক্তিযোদ্ধারা কিভাবে চট্টগ্রাম তৈল ডিপোতে হামলা চালায় তার ইতি বর্ণনা। থাকবে সাহসী ও অবিশ্বাস্য গল্প, ১৯৭১ সালের বীর মুক্তিযুদ্ধে দুর্ধর্ষ বিমান হামলা ‘অপারেশন কিলো ফ্লাইট’ নিয়ে ছবির গল্প। তাতে অভিনয় করবে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন শিল্পী।
গত ১৭ জানুয়ারী রাজধানীর বিশ্বসাহিত্যকেন্দ্র মিলনায়তনে ‘ডু অর ডাই’ ফিল্মের পোস্টার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ১৯৭১ সালের বীর নায়ক কক্সবাজার সদরের ঝিলংজা বাংলাবাজারের বাসিন্দা এস.এম নূরুল হক বীর প্রতীক, ঢাকার শামসুল আলম বীর উত্তম, আকরাম হোসেন বীর উত্তম ও চট্টগ্রামের রুস্তম আলী বীর প্রতীক।