প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের উখিয়া উপজেলাস্থ রত্নাপালং ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ রত্না ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ১৬জানুয়ারী দক্ষিণ রত্না বায়তুশ শরফ সীরাত ময়দানে ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল সম্পন্ন হয়েছে। মাওলানা ইসহাক আহমদের সভাপতিত্বে প্রধান বক্তার আলোচনা পেশ করেন বিশিষ্ট মুফাচ্ছিরে কোরআন ও ইসলামী চিন্তাবিদ আল্লামা আব্দুল কাদের জিহাদী (চুয়াডাঙ্গা)। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে দৈনন্দিন জীবনে কুরআন-সুন্নাহ অনুসরণের বিকল্প নেই। মহাগ্রন্থ আল কুরআনের শিক্ষা ছাড়া কলুষমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব নয়। আজ আল্লাহর কুরআন ও রাসুল (সঃ) এর সুন্নাহ থেকে দূরে সরে পড়ার কারণে মুসলমানরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে। দূর্বলতার সুযোগ নিয়ে ইহুদী নাসারার দল মুসলমানদের প্রধান কেবলা বায়তুল মুকাদ্দাস নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে। ফিলিস্তিনের রাজধানী জেরুসালেমকে ইসরাঈলের ঘোষণা করার মতো দুঃসাহস দেখাচ্ছে। তিনি বলেন, মুসলমানদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তাই ইসলামের সুমহান আদর্শকে ধারণ করার মাধ্যমে বিশ্ব মুসলমানের ঐক্যের ভিত্তি মজবুত করতে কুরআন ও সুন্নাহর ছায়াতলে সকলকে এগিয়ে আসতে হবে। বিশাল মাহফিলে আলোচনা পেশ করেন রাজাপালং এম.ইউ ফাজিল ডিগ্রি মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা আবুল ফজল (উখিয়া), রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক ও কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা রাহমত উল্লাহ (কোর্টবাজার), মাওলানা হাফেজ আবুল কালাম আবু (রতœাপালং), মাওলানা জাফর আলম (রাজাপালং) ও মাওলানা তৈয়ব উল্লাহ (তেলীপাড়া)। এসময় উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আমির হোসেন, সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হামিদসহ সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।