রিয়াজ উদ্দিন, পেকুয়া:

পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান শিলখালী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব শনিবার সকাল ৮ থেকে বিদ্যালয় মাঠে শুরু হবে। সুবর্ণ জয়ন্তী সুষ্ঠু ও সার্থকভাবে পালন উপলক্ষে কয়েক মাস আগে থেকে শিলখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের ্অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবুন্দ দফায় দফায় প্রস্তুতি বৈঠক ডেকেছে। গত কয়েকদিন ধরে শিলখালী উচ্চ বিদ্যালয়ে সাজ সাজ রব বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন ও রং বেরংয়ের পোস্টারে ছেয়ে গেছে। শিলখালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও শিউবি অ্যালামনাই এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় উক্ত উৎসবের প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শিরীণ আখতার, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ডক্টর গিয়াস উদ্দিন আহমদ, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্রগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাফায়েত আজিজ রাজু, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল করিম। সভাপতিত্ব করবেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হোছাইন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম। প্রধান অতিথি থাকবেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ জসিম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি থাকবেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো.আবদুল মালেক, ফেনীর জেলা ও দায়রা জজ আমিনুল হক। সমাপনী অধিবেশনে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্টান ও র‌্যাফেল ড্র অনুষ্টিত হবে। সভাপতিত্ব করবেন শিউবি অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কমর উদ্দিন আহমদ।