প্রেস বিজ্ঞপ্তি:

হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আগামী ২৬ ও ২৭ জানুয়ারী (জুমাবার ও শনিবার) অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমীর, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) বায়তুল মুকাদ্দাসের খতিব আল্লামা ইয়াকুব আব্বাসী ও আল্লামা জুনাইদ বাবুনগরীর আগমনকে কেন্দ্র করে জেলার দ্বীন অনুরাগী জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জেলা জুড়ে চলছে দাওয়াতি তৎপরতা ও প্রস্তুতিমূলক কার্যক্রম। জেলা হেফাজতে ইসলামের মিডিয়া সমন্বয়কারী হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শানে রেসালাত সম্মেলন উপলক্ষ্যে ইতিমধ্যে উখিয়া, টেকনাফ, মহেশখালী, রামু, কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদ্রাসার পরিচালক ও ওলামায়েকেরামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ উপজেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলন উপলক্ষ্যে এক প্রতিনিধি দল টেকনাফ উপজেলা সফর করেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব, দায়িত্বশীল মাওলানা হাফেজ শামশুল হক প্রমূখ।

উখিয়া উপজেলা

মাওলানা কেফায়েত উল্লাহ ও মাওলানা সোহাইলের সমন্বয়ে জেলা হেফাজতে ইসলামের এক প্রতিনিধি দল উখিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালক, ওলামায়েকেরাম ও তৌহিদী জনতার সাথে মতবিনিময় করেন।

মহেশখালী উপজেলা

জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিবের নেতৃত্বে এক প্রতিনিধি দল মহেশখালী উপজেলায় দাওয়াতী সফর করেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা জুনাইদ, মাওলানা হাফিজ উদ্দিন প্রমূখ।

কক্সবাজার সদর

জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিবের নেতৃত্বে এক প্রতিনিধি দল কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসায় সফর করেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, জেলা অর্থ-সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক, দায়িত্বশীল মাওলানা এহতেশামুল হক, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা সাইফুল ইসলাম সাইফী প্রমূখ।

রামু উপজেলা

জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিব ও প্রচার সম্পাদক মাওলানা আবদুচ্ছালাম কুদছীর নেতৃতে প্রতিনিধি দল রামু উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এলাকায় সফর করেন। প্রতিনিধি দলে ছিলেন মাওলানা হাফেজ শামশুল হক, মাওলানা হাফেজ মনির আহমদ, মাওলানা হাফেজ আশিকুর রহমান, মাওলান আতাউল্লাহ প্রমূখ।

চকরিয়া-পেকুয়া

জেলা হেফাজতে ইসলাম নেতা মাওলানা আ.হ.ম. নুরুল কবির হিলালী ও প্রচার সম্পাদক মাওলানা আবদুচ্ছালাম কুদছীর নেতৃতে প্রতিনিধি দল চকরিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এলাকায় সফর করেন।

কক্সবাজার পৌরসভা

জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিবের নেতৃত্বে প্রতিনিধি দল কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এলাকায় দাওয়াতী সফর করেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেনজেলা অর্থ-সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক, দায়িত্বশীল মাওলানা এহতেশামুল হক, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, হাফেজ হেলাল উদ্দীন, মোহাম্মদ শহীদ উল্লাহ প্রমূখ। সফরকালে নেতৃবৃন্দ বিভিন্ন মাদ্রাসার পরিচালক, ওলামায়েকেরাম ও ধর্মপ্রাণ মানুষের সাথে শানে রেসালাত সম্মেলন উপলক্ষ্যে মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপস্থিত সকলে সম্মেলনে স্বত:স্ফূর্তভাবে শরীক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।