প্রেস বিজ্ঞপ্তি :  কক্সবাজার সদর উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন। উপজেলা শিক্ষা অফিসার শেখ আহামদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। ক,খও গ বিভাগে উপজেলা পর্যায়ে আয়োজিত দিনব্যাপী এই প্রতিযোগীতায় হামদ-নাত,রবীন্দ্র-সঙ্গীত,নজরুল-গীতি,পল্লী-গীতি,উচ্চাঙ্গ সঙ্গীত,ছড়া-গান,কবিতা আবৃত্তি,সাধারন নৃত্য, লোক-নৃত্যসহ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। উল্লেখ্য উপজেলা পর্যায়ে শুধুমাত্র প্রথম স্থান অর্জনকারীরা আগামী ২৫ ও ২৬ জানুয়ারী জেলা শিশু একাডেমীতে অনুষ্ঠিত জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় অংশগ্রহনের সুযোগ পাবে। সকাল ৯টা থেকে প্রতিযোগীতা শুরু হবে বলে জানানো হয়।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতার উপজেলা পর্যায়ে লোক-নৃত্যে ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে দেবস্মিতা চৌধুরী নিহা। সে রোতাব চৌধুরী ও রুবি চৌধুরীর ছোট মেয়ে। নিহা প্রভাতী শিশু শিক্ষা নিকেতনের ২য় শ্রেনীর ছাত্রী এবং ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমীর নৃত্যশিক্ষার্থী। সে সকলের আশীর্বাদ প্রার্থী।