শাহজালাল শাহেদ, চকরিয়া:

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৮০০ মিটারের ৪টি অবৈধ চরঘেরার জাল। বুধবার ১৭জানুয়ারি দুপুর পৌঁনে ১টা দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক এলাকায় মাতামুহুরী নদীতে পাঁতানো অবস্থায় এ জাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নির্দেশে অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেনের নেতৃত্বে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য ৫লাখ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা পায়েল হোসেন। উদ্ধারের বদরখালী নৌ পুলিশ ফাঁড়ি চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের উপস্থিতিতে ৪হাজার ৮মিটারের উদ্ধারকৃত জালে অগ্নিসংযোগ করে পুড়িয়ে বিনষ্ট করে ফেলা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান ও পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।