শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

কক্সসবাজার সদরের ইসলামাবাদের ৫ মাদকসেবীকে সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১৬ জানুয়ারী এদের কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হল বর্ণিত ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত ছগির আহমদের পুত্র মোহাম্মদ হোছন, মৃত ছৈয়দ আহমদের পুত্র চাঁদ মিয়া, কালা মিয়ার পুত্র নাছির উদ্দির,মমতাজের পুত্র নবী হোসেন,আবদু শুক্কুরে পুত্র বাবুল। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে আউলিয়াবাদস্থ ভাবির দোকান এলাকার জাপানী রেস্ট হাউজ নামের একটি পরিত্যাক্ত ভবনে মাদকসেবন করার খবর পেয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে এএসআই আহসান মোর্শেদ ও মহিউদ্দীন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন সকালে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নোমান হোসেন প্রিন্সের কাছে সোপর্দ করা হলে তারা দায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৭দিন করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়। ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া কারাদন্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। যতবড় প্রভাবশালী হোক না কেন, জড়িত থাকলে তাকে আটক করে সংশ্লিষ্ট আইনে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।