মো. রেজাউল করিম, ঈদগাঁও:
নির্বাচন কমিশন বাংলাদেশ কর্তৃক ঈদগাঁওতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুরু হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সেন্টারে বিশিষ্ট নাগরিকদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে এর উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন। কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিস ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত উদ্বোধন পর্বে অন্যদের মধ্যে উপস্থিথ ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ছৈয়দ আলম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত। এর আগে সকাল থেকেই ১ ও ২নং ওয়ার্ডের ভোটারদের মাঝে পরিচয়পত্র বিলির কাজ শুরু করেন সংশ্লিষ্টরা। উদ্বোধন পর্বে অন্যদের মধ্যে ছিলেন ঈদগাঁওর সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান চৌধুরী, আনোয়ারুল আজিম, জাফর আলম এম.এ, মনজুরুল হক চৌধুরী, হুমায়ুন কবির হুমু, মেম্বার নুর জাহান, মেম্বার মমতাজ আহমদ, মেম্বার বজল আহমদ প্রমুখ। পর্যায়ক্রমে অতিথিরা ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, ছব্বির আহমদ কোম্পানীসহ স্থানীয় মেম্বার, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও ভিআইপিদের মধ্যে কার্ড হস্তান্তর করেন। সাংবাদিকদের মধ্যে মো. রেজাউল করিম, নুরুল আমিন হেলালী, কাফি আনোয়ার প্রমুখকে এ পরিচয়পত্র তুলে দেয়া হয়। ১৬ জানুয়ারী ইউনিয়নের ৩ ও ৫নং ওয়ার্ড, ১৭ জানুয়ারী ৪ ও ৬নং ওয়ার্ড, ১৮ জানুয়ারী ৮নং ওয়ার্ড আংশিক এবং ২১ জানুয়ারী ৮ ওয়ার্ড আংশিক ও ৯নং ওয়ার্ডের ভোটারদের মাঝে এ পরিচয়পত্র বিতরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। জেলা নির্বাচন কর্মকর্তার মতে, তালিকাভূক্ত ভোটারদের মাঝে যাদের মূল জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে তাদেরকে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ৩৬৮ টাকা জমা দিয়ে উক্ত জমা স্লিপ প্রদর্শন পূর্বক এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। এর আগে সদর উপজেলার ইসলামপুর এবং ইসলামাবাদ ইউনিয়নে ভোটারদের মধ্যে উক্ত পরিচয়পত্র বিতরণ করা হয়। ২২ জানুয়ারী থেকে জালালাবাদ ইউনিয়নে এ কার্যক্রম আরম্ভ হবে বলে জানায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।