আতিকুর রহমান মানিক:
দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বিভিন্ন প্রকার জাল নির্মূলে উপকূলীয় জেলাসমূহে শুরু হয়েছে সম্মিলিত বিশেষ অভিযান-২০১৮। এর আওতায় গঠিত জেলা টাস্কফোর্স কমিটি সোমবার থেকে কক্সবাজারেও অভিযান শুরু করেছে। প্রথমদিনের এ অভিযানে কক্সবাজারে ৮ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। কক্সবাজার মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব প্রদানকারী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ বলেন, উপরোক্ত কম্বিং অপারেশনের অংশ হিসাবে সোমবার সকাল ১১টায় বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্ট, মোহনা, নাজিরারটেক-সোনাদিয়া চ্যানেল ও মহেশখালী চ্যানেলে অভিযান শুরু হয়। দিনব্যাপী এ অভিযানে বিভিন্ন ফিশিং বোট তল্লাশী করে এসময় বড় আকারের ১৬ টি বেহুন্দি জাল জব্দ করা হয় ও বিভিন্ন ফিশিং বোটের লাইসেন্স চেক করা হয়। জব্দকৃত জাল বিকালে কক্সবাজার মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় জনসমক্ষে পুড়িয়ে নষ্ট করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীম এসময় উপস্হিত ছিলেন। কোস্টগার্ড কক্সবাজার ষ্টেশনের পেটি অফিসার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বাধীন কোস্টগার্ড ফোর্স ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন। জব্দ ও ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা হবে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীম বলেন, সাগরের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।