প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল ঈমান ট্রাস্টের উদ্যোগে ও দারুল আমান একাডেমি কক্সবাজার আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ও বার্ষিক সভা মাদরাসা মাঠে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১৫জানুয়ারি) সকাল ৯টায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফেজ মো. আবদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক মাওলানা ফরিদুল আলম মিয়াজী। সকাল ১০টায় শুরু হয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় জেলার ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাফেজ প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আল জামেয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার হাফেজ মাওলানা মো. আবছার, হাফেজ মাওলানা ক্বারী আহমদুল হক ও হাফেজ মাওলানা ফোরকান। দিনব্যাপি এ প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা পরিচালক মাওলানা ফরিদুল আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া শাহারবিল আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শফিউল হক জিহাদী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার লিংকরোড আল মাহাদুল ইলমি মাদরাসার মুহাদ্দিস ও রুমালিয়ারছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবদুর রহিম রাহী। এসময় মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা হাসিম মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, হাফেজদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১ম, ২য় ও ৩য় বিজয়ীসহ ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীকে বিশেষ পুরস্কার ও সনদপত্র তুলে দেন।