প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ার ছরাস্থ এবিসি ঘোনা নিবাসী তহশিলদার আলহাজ্ব আবু তাহের কুতুবী আর নেই। তিনি আজ ১৪ জানুয়ারী বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও একমাত্র মেয়ে সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
১৫ জানুয়ারী বাদ জুহুর কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার মায়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য মরহুম আবুতাহের কুতুবী ১৪ জানুয়ারী মরহুম মোস্তফা (কন্ট্রাক্টর) মিয়ার নামাজে জানাযার জন্য হাশেমিয়া মাদরাসা মসজিদে অজু করার সময় বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডা. তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য , তিনি ছিলেন যেমন একজন আলোকিত মানুষ, তেমনি তিনি ছিলেন একঝাঁক আলোকিত মানুষের গর্বিত পিতা। মরহুম আবু তাহের কুতুবীর সব ছেলে ও মেয়েরা সমাজের উচুঁস্তরে প্রতিষ্ঠিত।
মরহুমের বড় ছেলে মুহাম্মদ সাইফুল আরিফ একজন এনজিও কর্মকর্তা, মেঝ ছেলে শফিউল আরিফ দীপু লালমনিরহাট এর জেলা প্রশাসক, কনিষ্ট ছেলে সাঈদুল আরিফ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও একমাত্র মেয়ে আনিসুল আরিফা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রভাষক। আলোকিত এই মানুষটির ইন্তেকালে সর্বস্তরে শোকের ছায়া নেমেছে।