মো. রেজাউল করিম, ঈদগাঁও :

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ৭১ বছর পূর্তি উপলক্ষে মহা মিলনমেলা তথা পুণর্মিলন উৎসবে অংশগ্রহণে করণীয় নির্ধারণ বিষয়ক ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের এক সভা ১৩ জানুয়ারী রাতে বাসস্টেশনে ইসলামাবাদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে পুর্ণমিলন উৎসবে প্রতিনিধিত্ব ও যাবতীয় করণীয় নির্ধারণের ব্যাপারে উক্ত ব্যাচের উপস্থিত শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাচের সকলকে পুণর্মিলন সংক্রান্ত সার্বিক ব্যাপারে এ কমিটির (০১৮১৭-৫৮৭১১৭, ০১৮১৬-০৫৭৯৫৫, ০১৮১৪-৯২২৮৪১) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। আহবায়ক কমিটির সদস্যরা হচেছন সাবেক মেম্বার মোজাম্মেল হক, আতা উল্লাহ বোখারী, সমীর রুদ্র, হাবিব উল্লাহ ও নুরুল হুদা। কমিটির পরবর্তী প্রস্তুতি সভা ৩০ জানুয়ারী অনুষ্টিত হবে। এতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সমীর রুদ্র, মোজাম্মেল হক, হাবিব উল্লাহ, আতা উল্লাহ, বায়জিদ, ছৈয়দ আলম, আবদু শুক্কুর, জামাল উদ্দীন, অহিদুল আলম, নজরুল ইসলাম, দ্বীপক শর্মা, এনামুল হক, মো. শফিউল আলম, নুরুল হুদা, সুজিত দে, বিধু রঞ্জন দে প্রমুখ।