নিজস্ব প্রতিবেদক
মাত্র ৮৬ দিনে তিরিশ পারা কুরআন হিফজ করে বিশ্বে রেকর্ড সৃষ্টকারী ইয়াছিন আরাফাতকে সংবর্ধিত করেছে তরুণ একতা ক্রীড়া পরিষদ।
১০ জানুয়ারি রাতে কক্সবাজার পৌরসভার এন্ডারসন রোডে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন (মুমিন) ও মাহফিলের সভাপতি দৈনিক আপন কন্ঠের সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসাইনের হাত থেকে হাফেজ ইয়াছিন আরাফাত সম্মাননা ক্রেস্ট ও নদগ অর্থ গ্রহণ করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সমাজ সেবক শ্রমিক নেতা আমিনুল ইসলাম হাসান।
মাহফিলে হাফেজ ইয়াছিনের পিতা সাংবাদিক গোলাম আজম খানকেও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
এ সময় মাহফিলের বিশেষ আলোচক মাওলানা হাফেজ মো. মহসিন বিন রফিক, সাংবাদিক ইমাম খাইর, মাহফিল কমিটির সভাপতি এম নাসির উদ্দিন, সদস্য সচিব খালেদ ওমর রানাসহ আয়োজকরা উপস্থিত ছিলেন।
ক্ষুদে ক্বারী ইয়াছিন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কক্সবাজার সংবাদদাতা গোলাম আজম খানের কনিষ্ঠ পুত্র এবং তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা কক্সবাজার শাখার ৭ম শ্রেণীর ছাত্র।