ছালাম কাকলী:

মহেশখালী উপজেলার মাতারবাড়ী চ্যানেলে জলদস্যূদের হামলা থেকে বাচঁতে গিয়ে একটি ফিশিং ট্রলার চরে আটকা পড়ে ভেঙ্গে খান-খান হয়ে গেছে। তবে ট্রলারে থাকা মাঝি-মাল্লারা সাতাঁর কেটে কুলে উঠতে সক্ষম হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত ৫ জানুয়ারী গভীর রাতে।

মাতার বাড়ী সাইরারডেইল গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের মালিকানাধীন এফ,বি আল্লাহর দান নামের ট্টলারটি মাতার বাড়ী কয়লা বিদ্যূৎ প্রকল্পের পশ্চিমে খালে মেরামত করার পর মাছ ধরার উদ্দেশ্যে গত ৫ জানুয়ারী রাতে সাইরাডেইল ঘাট থেকে রওনা দেয়। রওনা দেয়ার কিছুক্ষন পর অপর একটি ট্টলার নিয়ে জলদস্যুরা উক্ত ট্রলারটিকে ধাওয়া করে। জলদস্যুদের কবল থেকে রক্ষা পেতে কুলেরদিকে যাওয়ার সময় আল্লাহর দান ট্টলারটি চরে আটক্কা পড়ে যায়। সাথে সাথে ট্টলারে থাকা মাঝি মাল্লারা সাতার কেটে কুলে উঠতে সক্ষম হলেও ট্রলারটি ভেঙ্গে খান-খান হয়ে যায়। ট্রলারের মালিক নুরুল ইসলাম জানিয়েছেন জলদস্যুদের মধ্যে কয়েক জনকে স্থানিয় লোক হিসাবে চিনেছেন। ট্রলারের মালিক আরো জানান, তার  ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।