হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
১০ জানুয়ারী বুধবার বিকাল ২ টায় হ্নীলা দরগাস্থ অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। প্রধান অতিথি বলেন,
মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় বাঙালির অর্জিত বিজয় যেনো পূর্ণতা পায়নি। তাই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে তার ফেরার অপেক্ষায় ছিল বিজয়ী বাঙালি জাতি।
বাংলাদেশের মানুষের দাবি ও আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করে অবশেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। ১০ জানুয়ারী পরবর্তীতে বাংলাদেশ স্বর্ন যুগে প্রবেশ করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য  সোনা আলী, রশিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার মিয়া, আব্দুল গনি, মাষ্টার জাহেদ হোছাইন, গোলাম সোবহান, জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম,উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবুব মোরশেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ, এজাহার মিয়া।
বক্তব্য রাখেন বন ও পরিবেশ সম্পাদক হাজী নুরুল আমিন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নজীর সীমান্ত,সদস্য আজিজুল হক,টেকনাফ সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ গনি, সাধারণ সম্পাদক গুরা মিয়া, সাবরাং ইউনিয়ন সাধারন সম্পাদক সব্বির মেম্বার, হোয়াইক্যং ইউনিয়নের আহবায়ক হারুন রশিদ সিকদার, বাহারছড়া ইউনিয়নের আহবায়ক নুরুল হক, যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ কোম্পানী। এসময় বিভিন্ন ইউনিটের সভাপতি/সম্পাদক, আহবায়ক/যুগ্ন-আহবায়কগণ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গগংঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।