মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি :
কক্সবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) গর্জনিয়া বাজারের যানজট নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে, স্থানীয় প্রশাসনের টনক নড়ে। ৯ জানুয়ারি (মঙ্গলবার) গর্জনিয়া ফাঁড়ী পুলিশ, রাজনৈতিক নেতা , কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান, সমন্বয়ে বেলা ১১ টায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এক জরুরী মিটিংয়ের আয়োজন করা হয়। এতে গর্জনিয়া বাজার ব্যবসায়ী, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ নেয়। ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি তদন্ত) কাজি আরিফ উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল,প্যানেল চেয়ারম্যন নুরুল আবছার,ব্যবসায়ী নেতা মৌলানা আলী আকবর, সাংবাদিক হাবিবুর রহমান সোহেল, যুবদল সম্পাদক সামশুল আলম শাহিন, রামু উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আবু শামা, ব্যবসায়ী মনসুর প্রমুখ।

সভায় উপস্তিত সকলের সম্মতিতে বাজারে যানজট নিরসনের লক্ষে সকল প্রকার যানবাহন বাজারের বাইরে রাখার জন্য শ্রমিক সংগঠনের প্রতি আহবান । জানান বক্তারা আরো বলেন গর্জনিয়া বাজারকে যানজট মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । বাজারের যানজট নিরসনের জন্য পুলিশের সমন্বয়ে ২ সদস্য বিশিষ্ট কমিটিতে যুবলীগ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল ও প্যানেল চেয়ারম্যান নুরল আবছার মেম্বার কে দায়িত্ব দেওয়া হয়। তারা বাজারের সকল প্রকার ছোট, বড় যানবাহন যেমন টমটম, মোটর সাইকেল, সিএনজি, জিপ, ট্রাক, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন বাজারের বাইরে রাখার ব্যবস্থা করবে। সভায় সকলের উপস্থিতিতে নির্ধারণ করা হয় বাজারের পুর্বে পুলিশ ফাঁড়ীর পিছনে ও পশ্চিমে ব্রীজের পরে গাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়।