ডেস্ক নিউজ:

মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে। শীতে কাঁপছে দেশ। চলমান শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। আজ সোমবার নীলফামারী জেলার সৈয়দপুর ও ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দায়িত্বশীল এক কর্মকর্তা জাগো নিউজ এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, স্বাধীনতার আগে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর আরও কোনদিন তাপমাত্রা এত নিচে নামেনি। তবে আবহাওয়া অধিদফতরে সকাল সাড়ে ৭টায় যোগাযোগ করলে কতর্ব্যরত আবহাওয়াবিদ বিস্তারিত তথ্যউপাত্ত জানাতে সকাল ৯টায় যোগাযোগের পরামর্শ দেন।

গতকাল রোববার দিনাজপুর জেলায় সর্বনিম্ন ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ও চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দেশের সব কটি বিভাগেই স্থানভেদে তীব্র, মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বইছে।