শাহেদ মিজান, সিবিএন:

কক্সবাজার সদরের লিংক রোডস্থ কক্সবাজার-টেকনাফ রোডের দক্ষিণ পাশে মসজিদের সামনে থেকে দুই লাখ টাকার জাল নোটসহ এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। রোববার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

আটক নারীর নাম ফাতেমা বেগম (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার আবদুস শুক্কুরের মেয়ে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, জাল নোট ব্যবসায়ী চক্র লেনদেন করার উদ্দেশ্যে লিংকরোডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আমাদের লোক ছদ্মবেশে অবস্থান নেয়। এক পর্যায় ওই স্থানে কিছু ব্যক্তিকে সন্দেহ হলে র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ছেলেরা পালিয়ে গেলেও ফাতেমা নামে এক নারী ধরা পড়ে।

তার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ২ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। ফাতেমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের বিভিন্ন এলাকায় কৌশলে পণ্য কেনাবেচাসহ নানাভাবে জাল টাকা আসল বলে চালিয়ে জনসাধারণকে ঠকিয়ে আসছে।

ফাতেমাকে উদ্ধারকৃত জাল টাকাসহ কক্সবাজার সদর থানায় সোপর্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারা মোতাবেক মামলা করা হয়েছে। কক্সবাজার সদর থানার ওসি রনজিত বড়ুয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।