সেলিম উদ্দিন, ঈদগাঁও:

চকরিয়া উপজেলার খুটাখালী উচ্চ বিদ্যালয়ের বহুল প্রতিক্ষিত ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার (৭ জানুয়ারী) সকালে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

স্কুলের প্রধান শিক্ষক ও ভর্তি পরীক্ষার আহ্বায়ক কামাল উদ্দীন জানান, যথারীতি সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা শুরু করা হলে দুপুর সাড়ে ১২ টায় শেষ করা হয়। পরীক্ষায় স্বতস্পুতভাবে সম্পন্ন হওয়ায় তিনি কর্মরত শিক্ষক-অভিভাবকদের প্রতি সাধুবাদ জানিয়ে বলেন প্রতি বছরের ন্যায় ২০১৮ সালের ভর্তি পরীক্ষা যথা সময়ের সম্পন্ন হয়েছে। প্রায় সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ।

এসময় ভর্তি পরীক্ষা সদস্য ও হল সুপার সিনিয়র শিক্ষক বশির আহমদ, জিয়াউল আলম, ফরিজানা রব্বানী নাজমা, বাবু লিটন পাল ও প্রাথমিক শাখার হল সুপারের দায়িত্ব পালন করেন মিনহাজ উদ্দীন, সহকারী দায়িত্বে ছিলেন শহিদুল ইসলাম সহ কর্মরত শিক্ষক-কর্মচারী ও বিপুল সংখ্যাক অভিভাবক উপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শণ করেন ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার শাহাব উদ্দীন,আকতার কামাল ও মনিরুল হক ভুট্রো।

ভর্তি পরীক্ষার ফলাফল শ্রেণী অনুসারে নি¤œরূপঃ

ষষ্ট শ্রেণী: ০৪, ৯৯, ৫৫, ১৩৩, ৯৩, ৫৩, ৪০, ১৮৫, ৮৭, ১৪, ১৪৯, ৭১, ১৫৫, ৮৬, ৩৭, ২৯, ১৮৯, ৪৪, ১৯৫, ২০০, ১৭৯, ৪৯, ৭২, ৭৩, ৮১, ১৭৩, ১৮০, ২৭, ১৫৭,১০৫, ৫৭, ৮২, ৩১, ২৫, ১৩২, ৬৬, ১৯৪, ১০, ১৯২, ১১০, ১২৮, ১৯০, ১১৩, ৪৭, ৭৭, ১৭২, ১৪৫, ১৮, ৯৫, ১৮১, ১৩৭, ৩৬, ৬১, ১৪৩, ৪৬, ১৮৬, ১০৭, ১০১, ১৩৫, ৮৯, ১৯৭, ৮৪, ৪৮, ৪৩, ১৪৭, ৬৮, ১৭১, ১৯, ১৭৫, ১১৬, ১৯৮, ১৩৬, ১৮৮, ২৩, ১০৬, ৩৪, ৬৭, ১৬৭, ৩৯, ৮৮, ৬৫, ১৪৮, ৬২, ১৭৭, ১১৫, ১০৯, ৭৯, ৮৩, ১৬৭, ১৫৪, ১৬০, ১৫৬, ৫৬, ১১৪, ১৬৬, ০১, ১৬৯, ১৪৬, ১০০, ১২৩, ১১, ০৩, ১৫৯, ১৫৮, ১০৮, ১৭৮, ১৮৩, ৬৩, ১৩০, ১৪১, ১৯৯, ০৮, ১৫১, ৩০, ৭৪, ৭৫, ৭৬, ৭৮, ৯৬, ১১১, ১১২, ১১৭, ১১৮, ১১৯, ১২০, ১২২, ১২৪, ১২৫, ১৭৬, ১৭৪, ১৬৪, ১৬৩, ১২৭, ১৩৪, ১৪০, ১৬২, ১৬১, ১৫৩, ১৪২, ১৪৪, ১৫২ সর্বমোট ১৪২ জন।

উল্লেখ্য যে, ২০১৮ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর অভিভাবকদের আগামী ১১ জানুয়ারী ২০১৮ ইং তারিখের মধ্যে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি, প্রশংসা পত্র, ছাড় পত্র মূলকপি সহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধান শিক্ষক।