হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

রোহিঙ্গা শিশুদের সুরক্ষায় টেকনাফের রেডিও নাফে জাতিসংঘ শরণার্থৗ বিষয়ক হাই কমিশণ (ইউএনএইচসিআর) সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি রেডিও নাফের ম্যাগাজিন অনুষ্ঠানে ধারাবাহিকভাবে প্রচারিত হবে বলে জানা গেছে। সাক্ষাৎকারটি ধারণ করেন রেডিও নাফের অনুষ্টান প্রযোজক হারুন রশিদ।

জানা যায়, বলপূর্বক বাস্তচ্যুত মায়ানমারের নাগরিক শিশুদের সুরক্ষা বিষয়ে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ বেতার ও ইউনিসেফের সহায়তায় ৭ জানুয়ারী সকাল ১০টায় একলাব পরিচালিত টেকনাফের রেডিও নাফে প্রচারিত ম্যাগাজিন অনুষ্টানে সাক্ষাৎকার প্রদান করেন জাতিসংঘ শরণার্থৗ বিষয়ক হাই কমিশণ (ইউএনএইচসিআর) কক্সবাজার জেলায় কর্মরত সিনিয়র চাইল্ড প্রোটেকশন এসিসটেন্ট অফিসার হাজেরা খানম। তাঁর সাথে ছিলেন ইউএনএইচসিআর চাইল্ড প্রটেকশন অফিসার ক্লিফ স্পিক। রেডিও নাফের স্টেশন ম্যানেজার ছিদ্দিক হোসেন এবং কলা-কুশলীগণ এসময় উপস্থিত ছিলেন।