নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা :
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বলাৎকারের ঘটনায় পিতার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে আটক মাদ্রাসা শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার ৪জানুয়ারী রাত ৯টার দিকে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা হামিদসুন্নাহ হেফজখানার শিক্ষক মৌলভী ছলিম উল্লাহ (৩১)। সে রামু উপজেলার কাউয়ারকোপ এলাকার মৃত আবুল বশরের পুত্র। অভিযোগকারী আলী আহমদ জানান, তার ১২ বছর বয়সী শিশু অলিউল্লাহ হামিদসুন্নাহ হেফজখানায় পড়ত। সকালে ছেলে মাদ্রাসায় যেতে না চাইলে, কেন যাচ্ছে না জিজ্ঞাসার পর বলাৎকারের ঘটনা প্রকাশ হয়। এতে পিতা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একখানা অভিযোগ দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন কান্তি দে জানান, পিতার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে তদন্তে বলাৎকারের সত্যতা পাওয়ায় তাকে আটক করা ৫ জানুয়ারী অভিযুক্ত মৌলভীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে বান্দরবান কারাগারে প্রেরণ করা হয়। অভিযুক্ত মৌলভী ছলিম উল্লাহ সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলমগীর জানান, বলাৎকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজূ করে জেল হাজতে পাঠানো হয়েছে।