মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

দক্ষিণ এশিয়ার মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে শুক্রবার (৫ জানুয়ারী) ৮০ কেজি ওজনের একটি মরা ডলফিন মাছ উদ্ধার করা হয়। গত দুই দিন আগেও হাটহাজারী উপজেলার গড়দুয়ারা সুইচ গেইট এলাকা থেকে আরো ১টি মরা ডলফিন উদ্ধার করা হয়েছে। দুই দিনের ব্যবধানে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গচ্ছাখালি খালের মাস্টার বাড়ী সংলগ্ন কালভাটের নিচে মরা ডলপিনটি দেখতে পেয়ে স্থানীয়রা উপজেলা মৎস্য অফিসকে অবহিত করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মো. মনজুরুল কিবরীয়া জানান, হালদা নদীতে এর আগেও আরো ১০টি মরা ডলপিন উদ্ধার করা হয়। মুলত এ গুলো মৃত্যুর কারন হচ্ছে নদীতে ড্রেজার চলাচলের কারনে ড্রেজারের আঘাতে এ গুলোর মৃত্যু হয়ে থাকতে পারে। উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল আলম জানান, খবর পেয়ে আমরা মরা ডলপিনটি উদ্ধার করেছি।