সিবিএন:
এমন নোংরা পরিবেশে ভেজাল আচার তৈরি হয় আমার কোন দিন ধারণাও ছিল না। খুবই খারাপ অবস্থায় বার্মিজ আচারের নামে এসব ভেজাল আচার তৈরি হচ্ছে। আর পর্যটকরা এসব খাচ্ছেন। টয়লেটের পাশেই ঝুঁপড়ি ঘরেই পঁচা বরই দিয়েই আচার তৈরি হচ্ছে। যা দেখলে বমি চলে আসে। ভাবতে অবাক লাগে কক্সবাজারে পোষ্টিং পাওয়ার আগে এই আচারগুলোই গোগ্রাসে গিলেছি।

বস্তিঘরে, বাথরুমে, ড্রেনের পাশে তৈরী হচ্ছে এসব আচার। মূহুর্তের মধ্যে বার্মিজ ভাষায় লেখা এসব প্যাকেটে আচার পাকেটজাত হচ্ছে। আর এসব আমরা কিনে নিয়ে যাচ্ছি বাব-মা, ভাই বোন, আত্মীয়-স্বজনদের জন্য। মূলত আমরা বিষ কিনে নিয়ে যাচ্ছি। এখন থেকে এই ভেজাল আচারের বিরুদ্ধে কঠিন অভিযান চলবে। সবার সহযোগিতা কামনা করছি। তথ্য থাকলে দয়া করে আমাকে ইনবক্স করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। আর এই ভেজাল আচার ক্রয় থেকে নিজেদের বিরত রাখুন।

গণসচেতনতাই এ সমস্যা থেকে মুক্তির একমাত্র পথ।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়ের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া।