নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় জিএমসি ইনষ্টিটিউশন স্কুল কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় তারা ক্রিকেটে জেলার শ্রেষ্ট হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ে শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় কক্সবাজার শহরের মডেল কেজি স্কুলকে পরাজিত করে। কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্টিত হয়। নির্ধারিত ১২ ওভারের ম্যাচ চলছিল। এ সময় জিএমসির খেলোয়াড় রাফির অনবদ্য সর্বোচ্চ রান ও দারুন ব্যাটিং নৈপুন্যতায় জিএমসি প্রথমে ব্যাট করে ১৩৬ রানের বিশাল টার্গেট দাড় করে। টসে জিতে ফিল্ডিংয়ে এর সিদ্ধান্তে নেয় মডেল কেজি স্কুল। নির্ধারিত ১২ ওভারে জিএমসি ৪ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে কক্সবাজার মডেল কেজি স্কুল ১৩৬ রান তাড়া করতে গিয়ে ১০২ রানে দলীয় সকল উইকেটের পতন ঘটে। জিএমসির পেসার এরফানের বোলিং নৈপুন্যতায় জিএমসি জেলার ট্রফি নিজেদের ঘরে তোলে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের পরিচালনা কমিটির সভাপতি উম্মে কুলসুম মিনু জানায়, আমাদের খেলোয়াড়রা কক্সবাজারে চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। জয়ের এ ধারা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি। একই মৌসুমে ফুটবলেও আমরা জেলা চ্যাম্পিয়ন হয়েছি।