নুসরাত পাইরিন,কক্সবাজার :

বলপ্রয়োগে বাস্তুুচ্যুত বাংলাদেশে আশ্রয় নেয়া মায়ানমারের নাগরিক ইস্যুতে দু’দিন ব্যাপী কক্সবাজারে সফররত ওআইসি-র ইন্ডিপেন্ডেন্ট পার্লামেন্ট হিউম্যান রাইটস কমিটি আইপিএইচআরসি-র ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ৪ঠা জানুয়ারী বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। পরে কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সসময় আইপিএইচআরসি-র চেয়ারম্যান ড. রশিদ আল বালুশি, ভাইস-চেয়ারম্যান ম্যাড এস কে ক্যাগওয়্যা ও ড.রাইহানাহ বিনতে আবদুল্লাহ, কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জেলা প্রশাসক আলী হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মো: আবদুর রহমান,সহকারি কমিশনার এনডিসি একেএম লুৎফর রহমান ও তানভীর আহমদসহ আইপিএইচআরসি-র কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।