প্রেস বিজ্ঞপ্তি
জেলার ঐতিহ্যবাহি ও প্রাচীন বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭১বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে গঠিত নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত কমিটির প্রথম সভা অস্থায়ী কার্যালয়ে ৩ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে।
১৯৯৪ ব্যাচের ছাত্র মাস্টার আতা উল্লাহ বুখারীর কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ওই সভায় সভাপতিত্ব করেন ১৯৯৩ ব্যাচের ছাত্র সাংবাদিক কাফি আনোয়ার।
২০০১ ব্যাচের ছাত্র যুবনেতা রাজিবুল হক চৌধুরী রিকোর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মাস্টার নূরুল আমিন হেলালী (১৯৯৩), মাস্টার সমীর রুদ্র (১৯৯৪), বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান ইত্তেফাক (১৯৯৪),স্বাস্থ্য সহকারী কর্মকর্তা এনামুল হক (১৯৯৫), সাংবাদিক রাশেদুল করিম (১৯৯৬), সাংবাদিক মোহাম্মদ আলম বিশাল (১৯৯৬), মাস্টার নূরুল ইসলাম (১৯৯৭), মাস্টার বিকাশ প্রণয় দে(১৯৯৭), ব্যবসায়ী রেজাউল করিম (১৯৯৭), সিরাজুল মোস্তফা (২০০০)।
সভায় আলোচকবৃন্দ ৭১বছর পূর্তি উৎসবে সফল ও সুসম্পন্ন করতে নিবন্ধনের কৌশল ও নীতিমালা নির্ধারণ, ওয়েবসাইট তৈরী, নিবন্ধন ফরম ছাপানো বিষয়ে মতামত ব্যক্ত করেন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠালগ্ন (১৯৪৬) থেকে ২০১৭ পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের (ন্যুনতম ৯ম শ্রেণীতে রেজিস্ট্রেশনকৃত) ৭১বছর পূর্তি উৎসবে নিবন্ধন করতে পারবেন। এছাড়া দেশে বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে ও তাদের তথ্য সংরক্ষণের লক্ষ্যে ওয়েবসাইট তৈরী ও নিবন্ধন ফরম ছাপানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ৫ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠেয় নিবন্ধন কমিটির পরবর্তী সভায় কমিটির সকল সদস্যকে উপস্থিত যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।