বার্তা পরিবেশক :

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ০৫ সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার করেছে। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের কলাতলী বাইপাস সড়কের দক্ষিনে পার্লস স্কুল রাস্তার উত্তর পাশে ভোর রাতে অভিযান চালিয়ে ১টি এলজি, ০২ রাউন্ড কার্তুজ, ০৪টি ছোরা, ০২টি মুখোশ ও ০৩টি লোহার রড সহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

০৩ জানুয়ারী ভোর রাতে গ্রেফতারকৃতরা হলেন- পূর্ব খুরুলিয়া ভুত পাড়া, ঝিলংজা এলাকার জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ রুবেল (২৫), পেশকার পাড়া এলাকার মৃত আব্দুল মালেক এর ছেলে মোঃ কালু প্রকাশ নবী হোসেন (৪২), পিএমখালী উত্তর ডিকপাড়া এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে সামছুল আলম (২৭), জাদিরাম পাহাড়, বৈল্ল্যা পাড়া এলাকার মৃত আব্দুল জলিল এর ছেলে মো আবদুল রহিম  রনি (২২), পৌরসভা টেকপাড়া এলাকার মৃত নজির মাষ্টার এর ছেলে মোঃ ইমু (১৯)।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন), এসআই খালেদ এসআই আক্তারুজ্জামান, এএসআই মোঃ তারেক, এএসআই ফরহাদ হোসেন, এএসআই রাজীব বৈরাগী ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার কলাতলী বাইপাস সড়কের দক্ষিনে পার্লস স্কুল রাস্তার উত্তর পাশে ডাকাতি প্রস্তুতি কালে ০৩ ডিসেম্বর ভোর রাত অস্ত্র-শস্ত্র সহ উল্লেখিত ডাকাতদের ধৃত করা হয়।

এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, ধৃতদের আদালতে সোপর্দ করিয়া রিমান্ডের প্রতিবেদন দাখিল করা হয়েছে।