প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লিগের (কেপিএল) দশম আসরের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় উজানটিয়ার আবদুর রহিমের সোনালী সুপার সিক্সার্সকে চার উইকেটে হারিয়ে পেকুয়া সদরের কামরান জাদিদ মুকুটের ম্যাগপাই বয়েজ জয়ী হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটায় কেপিএল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের পর বিকেল সাড়ে তিনটায় টসে জিতে মাঠে নামে সোনালী সুপার সিক্সার্স। নির্ধারিত ১২ ওভারের খেলায় একের পর এক উইকেট হারাতে থাকে। সব উইকেট হারিয়ে সোনালী সুপার সিক্সার্স ৭৮ রানের লক্ষমাত্রা বেঁধে দেয়। এ টূর্ণামেন্টের সর্বনি¤œ স্কোরের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ম্যাগপাই বয়েজ শুরুতে শূন্য রানে দলের আইকন প্লেয়ার মোস্তাকিমকে হারিয়ে টালমাটাল হয়ে পড়ে। স্কোর বোর্ডে যখন সাত রান তখন হারিয়ে ফেলে দলের আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট। এক পর্যায়ে ম্যাচ জিততে ম্যাগপাইয়ের প্রয়োজন ১৭ বলে ১৫ রান। ওইসময় দলের হার্টহিটার ব্যাটসম্যান শাহেদ জলিল আউট হয়ে গেলে বিপর্যয়ের মুখে পড়ে ম্যাগপাই। কিন্তু মিস ফিল্ডিংয়ের কারণে ম্যাচটি হাত ছাড়া হয়ে যায় সুপার সিক্সার্সের। শেষ ওভারে পরপর তিনটি বাই ফোর হয়ে গেলে ছয় উকেটের বিনিময়ে ৭৮ রান তুলে নেয় ম্যাগপাই বয়েজ। তখন দর্শকদের বাঁধভাঙা উল্লাস জানান দেয় ম্যাগপাই বয়েজ চার উইকেটে ম্যাচটি জিতে নেয়।

খেলায় তিন উইকেট ও ১৫ রান নিয়ে ম্যাগপাই বয়েজের মো. আরাফাত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। কেপিএল এর প্রধান উপদেষ্টা এস এম হানিফের সভাপতিত্বে ও কেপিএল পরিচালনা কমিটির মহাসচিব তানজিমুল ইসলাম জিসাদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও শিলখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক রনি। এসময় উপস্থিত ছিলেন কেপিএলের উপদেষ্টা মাস্টার এহেছানুল হক, শ্রমিকদল নেতা আজগর আলী, কেপিএলের প্রেসিডিয়াম মেম্বার মো. সেলিম উদ্দিন, শামীম আল ইসলাম, সাইফুল ইসলাম, মিজবাহ ও বাবু প্রমুখ।

আজ ৩ জানুয়ারি বুধবার বিকেল তিনটায় টূর্ণামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে মগনামার আবুজর গিফারীর ইলেভেন ব্লাস্টার্স ও পেকুয়া সদরের সাংবাদিক এম দিদারুল করিমের পল্লীবন্ধু ক্রিকেট কিংস।