এম.মনছুর আলম, চকরিয়া:

“নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ”এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ২জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটিকে ঘিরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।র‌্যালীটি চকরিয়া উপজেলা চত্বর থেকে শুরু করে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)খন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরফাতের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চকরিয়া উপজেলা এনজিও সম্বনয়ক ও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মো.নোমানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সমাজ সেবা অধিদপ্তর এ দেশের দুস্থ, অসহায়,বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষার উন্নয়নে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন বাস্তবায়নে কাজ করে অবদান রেখে যাচ্ছে।এ দপ্তরের অধীনে

শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বৃদ্ধিসহ সামাজিক নানা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে সরকার।