সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় পর পর ৬ষ্ঠ বারের মতো সাফল্যের শীর্ষস্থান অর্জনকারী ঐতিহ্যবাহী শ্রেষ্ঠতম শিশু শিক্ষা নিকেতন কলাতলীস্থ সৈকত কিন্ডার গার্টেনে ২০১৮ সালের “বই বিতরণ উৎসব” অনুষ্ঠান প্রতিষ্ঠানের সভাপতি এম এ মনজুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ৩য় শ্রেনীর ছাত্র মুনতাকা ওয়াসিফ আইয়ান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিক উল্লাহ মুকুল, অধ্যক্ষ জোৎ¯œা বেগম ওয়ারেচী, নির্বাহী সদস্য (১) নাজমুল হোছাইন নাজিম, পরিচালক তৈয়বুর রহমান মামুন।
২০১৮ সালের শিক্ষা বর্ষে নতুনভাবে ৬ষ্ঠ শ্রেনীর সংযোজিত হওয়া সৈকত কিন্ডার গার্টেন এর বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বক্তারা নববর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের নিকট নতুন বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করায় সরকার ও শিক্ষামন্ত্রনালয়কে অভিনন্দন জানান।
বক্তারা প্রাথমিক সমাপনী পরীক্ষায় আনুপাতিক হারে সর্বাধিক সংখ্যক ১৩ জন জিপিএ-৫, এবং ৩১ জন ‘এ’ গ্রেডসহ শতভাগ পাশ হওয়ায় প্রতিষ্ঠানের সকল পরিচালক অধ্যক্ষ, সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক নাছির উদ্দীন, আপ্যায়ন সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইব্রাহীম, নির্বাহী সদস্য (৩) মুহাম্মদ ফরিদুল আলম এবং অভিভাবক কমিটির সভাপতি জহির আহমদ।
উৎসব মুখর বিপুল সংখ্যক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উক্ত বই বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সেলিম রুবেল।