খালেদ হোসেন টাপু, রামু:

বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিন সারাদেশের মত একযোগে রামুতেও শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়া হয়েছে।

১ জানুয়ারি সকাল ১০ টায় বাঁকখালী উচ্চ বিদ্যালয়,বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চাকমারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাজান আলি, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. তৈয়ব, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নি, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, প্রভাষক ইজ্জত উল্লাহ, ইঞ্জিনিয়ার মোক্তার আলম হেলালী, আবদুল হালিম মেম্বার, সাংবাদিক এসএম জাফর, চাকমারকুল যুবলীগের সভাপতি সৈয়দ নুর মেম্বার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে পারার নজির পৃথিবীতে আর কোথাও নেই। এটি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর এক ব্যতিক্রমধর্মী ও বিরল উদ্যোগ। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষার কোন বিকল্প নেই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই শিক্ষার গুরুত্ব বিবেচনায় সরকার শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তারই অংশ হিসেবে রামুতে আজ উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।