নুসরাত পাইরিন:

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন মহোদয়। এ উপলক্ষে সোমবার ( ১ জানুয়ারী ২০১৮ইং ) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুক্রমে নতুন বছর শুরুতে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে উৎসবের মাধ্যমে বই তুলে দেয়া হচ্ছে। এই বই বিতরণের বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচিত ও প্রশংসিত। নতুন বছর মানেই নতুন ক্লাস, নতুন পড়াশোনা, নতুন উত্তেজনা। আর সে পড়াশোনা যদি হয় ছাপাখানার গন্ধমাখা নতুন ঝকঝকে বই দিয়ে তাহলে তো কথাই নেই। দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সেই আনন্দ দিতেই স্কুলে স্কুলে অনুষ্ঠিত হচ্ছে ‘বই উৎসব’। এ জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,আমরা যখন লেখাপড়া করতাম তখন ঠিক সময়ে বই পেতাম না। খুব কষ্ট করে বই যোগাড় করে পড়তে হতো। এখন সদাশয় সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে, এর উদ্দেশ্য অবশ্যই আছে। সঠিক শিক্ষা অর্জন করে দেশপ্রেমের মাধ্যমে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। ছাত্রজীবন একটি সুন্দর জীবন। এখান থেকেই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। শুধুমাত্র ক্লাসে প্রথম হওয়া নয় জেলা তথা দেশের মধ্যে প্রথম হওয়ার চেষ্টা করতে হবে। হাতের লেখাও সুন্দর করতে হবে। বাংলা,বিজ্ঞান অংক ইংরেজীর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জনে নিজেদেরকে দক্ষতা বৃদ্ধি করতে হবে। এর আগে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। প্রধান শিক্ষক রামমোহন সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা শিক্ষা কর্মকর্তা মো: ছালেহ উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক মহোদয়।