মঈনুল হাসান পলাশ:
মানুষ মাত্রই ইতিবাচক প্রাণী। ইতিবাচক বলেই শত প্রতিকূলতায়,শত প্রতিবন্ধকতায় সে দমে যায় না। ধুঁ ধুঁ মরুভূমিতে পথ হারানো পথিকও পানির আশায় মরিয়া হয়ে ছোটে। মৃত্যুপথযাত্রী মানুষও শেষ মিনিট পর্যন্ত বাঁচতে চায়।
চলমান সময়ে নৈতিকতার চরম অধঃপতন,সীমাহীন দুর্নীতি,নজিরবিহীন অসততা,অমানবিক নিপীড়ন-অত্যাচার, দমন-পীড়ন, বেপরোয়া লুন্ঠন আর সামাজিক নৈরাজ্যের মাঝে আশাবাদী হবার উপকরণ নেই। বুদ্ধিজীবিরা সব এখন বুদ্ধি বেশ্যা। চাটুকারিতা এখন শিল্প। আর নতজানুতাই টিকে থাকার সেরা কৌশল। এমন বন্ধ্যা সময়ে আমাদের আশাবাদী না হয়ে উপায় কি? বেঁচে থাকতে হলে সুসময়ের অপেক্ষায় থাকতেই হয়। একদিন সুসময় আসবেই। ইতিহাস বলে,অনিয়ম চিরস্থায়ী হয় নি কখনো, হয় না।
ইতিহাস এও বলে,প্রতিবাদ আর প্রতিরোধ করেই হাজার বছর ধরে টিকে আছে মানুষ।
কোর্ট কাচারি-আইন-কানুন দিয়ে কখনো অন্যায় রোখা যায় নি। যাবেও না। অন্যায় রোখে শুধু গণমানুষের প্রতিবাদ। প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করার সাহস না রাখলে আপনার টিকে থাকাই কঠিন হবে। মনে রাখবেন একটি অন্যায় সহ্য করা মানে আরো দশটি অন্যায় করার পথ সুগম করে দেয়া। অন্যায়ের প্রতিবাদই কেবল অন্যায় রোধ করবে, কোনো আইন নয়।
নতুন বছরে শপথ হোক-প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে থাকবো, প্রতিবাদ করবো।
মঈনুল হাসান পলাশ
সম্পাদক ও প্রকাশক, দৈনিক সমুদ্রকন্ঠ।