ইমাম খাইর, সিবিএন:
বাংলাদেশে এই প্রথম পর্যটন নগরী কক্সবাজারে যাত্রা করা আন্তর্জাতিক মানের ফিস এ্যাকুরিয়াম ‘রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড’ পরিদর্শন করলেন দেশের শীর্ষস্থানীয় আলেম, বায়তুশ শরফের পীর আল্লামা মোহাম্মদ কুতুব উদ্দিন (ম.জি.আ)। ২০১৭ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর দুপুরে পরিদর্শনে গেলে অভ্যর্থনা জানান ‘রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড’ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট উদ্দ্যোক্তা মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী। তিনি পীর সাহেব হুজুরকে এ্যাকুরিয়াম, ফিস মিউজিয়াম, থ্রি ডিসহ দর্শনীয় অনেক কিছু দেখান। মনোমুগ্ধকর এসব দেখে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আল্লামা মোহাম্মদ কুতুব উদ্দিন। পরে ‘রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড’ এর উন্নতি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কামাল, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, কক্সবাজার সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ফরিদ আহমদ, ‘রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড’ এর জেনালে ম্যানেজার কাজি মোহাম্মদ নিজামুল ইসলাম, আবুল কালাম আজাদ আবু, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, সাংবাদিক জাহেদুল ইসলাম প্রমুখ।