নুরুল আমিন হেলালী :

কক্সবাজার সদরের ঈদগাঁও মেহেরঘোনায় অবস্থিত হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) ইনষ্টিটিউট (বালিকা দাখিল মাদ্রাসা) এ এবতেদায়ী সমাপনী পরীক্ষায় গতবছরের ন্যায় এবছরও সদ্য প্রকাশিত ফলাফলে ৯জন এ প্লাসসহ শতভাগ পাশ নিয়ে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। ২০১৭ সালের এবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট ২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তন্মধ্যে ৯ জন এ+ ও ২০ জন এ গ্রেড পেয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। জানা যায়, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে উক্ত মাদ্রাসার পরিচালনা পরিষদ ও শিক্ষকদের আন্তরিকতায় প্রতিবছর এ চমকপ্রদ ফলাফল অর্জন করতে সক্ষম হয়। মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি মৌলভী আবদু সালাম ও সেক্রেটারী মাষ্টার আবদুল মজিদ খান শিক্ষার্থীদের এ ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠান সুপার মৌলানা মুর্শেদুর রহমান ও সহ-সুপার মৌলানা আবু বক্কর ছিদ্দিক জানান, ২০১০ সালে এবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হওয়ার পর থেকে অদ্যবধি ধারাবাহিকভাবে সন্তুষজনক এ প্লাসসহ শতভাগ পাশ করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুনাম অক্ষুন্ন রেখেছে। এছাড়া ২০১৪ সালে ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তিসহ ১১ জন এ প্লাস নিয়ে শতভাগ পাশ ও ২০১৫ সালে ট্যালেন্টপুল বৃত্তিসহ ৪জন এ প্লাস নিয়ে শতভাগ পাশ এবং ২০১৬ সালে ট্যালেন্টপুল বৃত্তিসহ ৮জন এ প্লাস নিয়ে শতভাগ পাশ, ২০১৭ সালেও ৯জন এ প্লাসসহ শতভাগ পাশ নিয়ে ঈদগাঁও আলমাছিয়া কেন্দ্রে প্রথম স্থান অর্জন করে গৌরবের ধারা বজায় রেখেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জানা যায়, বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে ১০ জন শিক্ষক ও ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানের এ সাফল্যে অভিনন্দন জানিযেছেন মাষ্টার হারুন অর রশিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য অক্ষুন্ন রাখতে এলাকাবাসী ও সচেতন মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।