কক্সবাজার শহরের ঐত্যিবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর ইনস্টিটিউট থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ ইলমান হুদা আরাবী। মেধাবী আরাবী প্লে থেকে সকল শ্রেণিতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী টিএম আজমুল হুদা ও ডা. শামীমা সুলতানা হীরার কনিষ্ঠ সন্তান। তার সফলতার জন্য স্কুলের শিক্ষকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। হীরা-হুদার একমাত্র কন্যা তাসবিহু ইসমি পিএসসি ও জেএসসিতে গোল্ডেন জিপিএ ৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। ইসমি বর্তমানে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ও স্টুডেন্ট ক্যাবিনেট মিনিস্টারের দায়িত্ব পালন করছে। আরাবী ও ইসমি’র দাদার বাড়ি লোহাগাড়া জমিদার বাড়িতে। তাদের দাদা ঐ এলাকার বিশিষ্ট জমিদার আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী, জ্যাঠাতো দাদা ছিলেন লোহাগাড়া-সাতকানিয়ার জনপ্রিয় সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী। তার নানার বাড়ি কুতুবদিয়ায় মাতবর বাড়িতে। ঐ এলাকার জমিদার বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব আবু তাহের চৌধুরী তাদের নানা। তাদের চাচাতো নানা কুতুবদিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বর্তমানে বড়ঘোপ সদর ইউনিয়নের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার অন্যতম সহ-সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী। আরাবী ও ইসমি’র নানী কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের আপন খালা রোকেয়া সুলতানা। তাদের জ্যাঠাতো নানী কক্সবাজার সংসদীয় মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালেহা রহমান। ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করে অতীতের ধারা অব্যাহত রাখুক এই প্রত্যাশা জানিয়েছে জাতীয় দৈনিক আমার কাগজ, দি গুডমর্নিং, জাতীয় ম্যাগাজিন জনতার কণ্ঠ, জাতির আলোর কক্সবাজার ব্যুরো অফিসের সকল সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ।

  • প্রেস বিজ্ঞপ্তি