
মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া:
আইনি প্রক্রিয়ার পর দীর্ঘ দুই মাস ২০ দিন পরে দেশে পৌঁছালো কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের মিয়ার পাড়া এলাকার সৌদি প্রবাসি মোশারফ হোসেইন এর মরদেহ। গত শুক্রবার রাত ১:৩০ টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পোঁছাই তার মরদেহ। সেখান থেকে তার পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। গতকাল শুক্রবার বিকালে মোশারফের পারিবারিক কবরস্থান মিয়ার পাড়ায় জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।
উল্লেখ্য যে, চলতি বছরের গত ৫ অক্টোবর সকালে ১০টার দিকে সৌদি আরবের জিজান আল আরধায় নিজ কর্মস্থলে ইয়েমেনের বিদ্রোহী হুদী জঙ্গী গোষ্টির অতর্কিত বোমা হামলার শিকার হয়ে গুরুতর আহত হলে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে সেখানের আবু আরিশ কিং ফরহাদ জেনারেল হসপিটালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অক্টোবর সকালে মারা যায় মোশারফ।
সৌদিতে বসবাসরত মোশারফের চাচা মুহাম্মদ আবদুর রহিম জানায়, গত রমজানের আগে জীবিকার টানে পরিবারের ভাগ্য বদলাতে সৌদিআরব আসেন মোশারফ। মাত্র ছয়মাস হতে না হতেই বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু বরণ করেন মোশারফ। তিনি বলেন, সৌদিতে কেউ এরকম হামলার শিকার হলে সৌদি সরকার কর্তৃক নিহতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরন দেয়। কিন্তু ক্ষতিপূরন তো দূরের কথা মোশারফের মরদেহ দেশে প্রেরণের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন্