ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ ছিনতাইকারী গ্রেফতার করেছে।
২৯ ও ৩০ ডিসেম্বর দুই দিনের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, শহরের বাস টার্মিনালস্থ ঝিলংজা কৃষি খামারের উত্তর পাশে নারিকেল বাগানে ৩০ ডিসেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে ৫টি ছুরি, ৪টি মুখোশ ও ৪টি লোহার রডসহ ৫জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার স্টেডিয়াম পাড়ার মৃত মৌলানা মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫), বৈদ্যঘোনা এলাকার মৃত আঃ সালাম এর ছেলে মোঃ সেলিম (২৮), কলাতলী আদর্শ গ্রাম এলাকার মৃত দিল মোহাম্মদ এর ছেলে মোঃ জাবেদ, উত্তর ফাসিয়াখালী, ইসলামাবাদ এলাকার মোঃ আলম এর ছেলে মোঃ ইব্রাহীম (২০), নতুন মহাল চৌফলদন্ডী এলাকার আঃ ছবির এর ছেলে মোঃ নুরুল হক।
এর আগে ২৯ ডিসেম্বর ভোর রাতে কলাতলী, সুগন্ধা মোড়, আলীর জাহাল এলাকায় অভিযান চালিয়ে ধারালো ছুরিসহ ৪জনকে গ্রেফতার করা হয়।
তারা হলো- পেশকার পাড়ার আবদুল মোনাফ সওদাগর এর ছেলে আলী আজগর, সদরের চৌফলদন্ডী দক্ষিন মাইজপাড়া এলাকার মোজাহের আহম্মদ এর ছেলে নুরুল হুদা প্রকাশ লুদা মিয়া, মধ্যম নাপিতখালী এলাকার মনজুর আলম এর ছেলে মোঃ রুবেল, এবং দিল মোহাম্মদ এর ছেলে মোঃ জুবায়ের।
অভিযানকালে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন), ইন্সপেক্টর আতিকুর রহমান, এসআই দেবব্রত রায়, এসআই আক্তারুজ্জামান, এসআই দীপক কুমার সিংহ, এএসআই মহিউদ্দিন বেগ, এএসআই মোঃ রাশেদ, এএসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্স ছিল।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।