শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে গুলি বর্ষন করে যুবক অপহরের ঘটনায় আরো একজনের সংখ্যা বাড়ল।এ পর্যন্ত অপহৃতের সংখ্যা দাঁড়িছে দুইজনের।গতকাল জুমাবার সকাল ৮ টায় কালির ছড়া থেকে তিন কিলোমিটার অদুরে ভুতিয়া পাড়া গিরিঞ্জি পাহাড় এলাকা থেকে ফাঁকা গুলি করে আমান উল্লাহ নামের এক চাষাকে নিয়ে যায় অপহনকারীরা। এ সময় পার্শ্ববর্তী রশিদ নগর মাছুয়া খালী এলাকার মতলব মিস্ত্রির পুত্র আহমদ ছৈয়দ (৫৫) নামের আরও এক ব্যক্তিকে নিয়ে যায় অপহরনকারীরা। যদিও বা প্রথমে একজনকে অপহরনের দায় স্বীকার করে স্থানীয় বিট কর্মকর্তাকে ফোন করে জানালে নড়েচড়ে বসে আইনশৃংখলা বাহিনী।গতরাত ৯ টার দিকে আহমদ ছৈয়দকেও অপহরন করা হয়েছে বলে তার পরিবারের মাঝে কল করে মুক্তিপণ দাবী করলে বিষয় জানাজানি হয়।স্থানীয় মেম্বার কামাল উদ্দীন জানান,সকাল থেকে আহমদ ছৈয়দকে অপহরনের বিষয় জানা না গেলেও রাতের দিকে শুনছেন বলে দাবী করেন।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানায়,খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম রাত ১১ টা পর্যন্ত পাহাড়ে অভিযান চালিয়েছে।বিশাল পাহাড়ী এলাকায় অপহরনকারীরা বার বার স্থান পরিবর্তন করায় উদ্ধার কাজে একটু ভেগ পেতে হচ্ছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।অপহরনকারীরা অপহৃতদের স্বজনদের কাছে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে আসছে বলে জানা গেছে।