আবদুর রাজ্জাক:

র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের সদস্যরা জেলার উখিয়ায় অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটারগান, ৩ টি এসবিবিএল, ১ টি রামদা, ১ টি কিরিচ, ৮ রাউন্ড ১২ বোর গুলি ও ৯ রাউন্ড ১২ বোর গুলির খালি খোসাসহ মোঃ শাহাজাহান (৩৫) ও মোঃ কামাল হোসেন (১৯) নামের দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে। ২৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাব সদস্যরা জেলার উখিয়া থানাধীন দোছড়ি জালালতলী বিল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলাবারুদসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,জেলার উখিয়া দক্ষিণ ফলিয়ারপাড়া এলাকার মতিউর রহমানের পুত্র মোঃ শাহাজাহান (৩৫) ও -মোঃ ইসমাইল হোসেনের পুত্র মোঃ কামাল হোসেন (১৯)।

র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মিমতানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, একদল সশস্ত্র ডাকাত সড়ক ডাকাতির প্রস্তুতি নেয়ার গোপন সংবাদ পেয়ে ২৯ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃতে একদল র‌্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে জেলার উখিয়া থানাধীন দোছড়ি জালালতলী বিল এলাকায় অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটারগান, ৩ টি এসবিবিএল, ১ টি রামদা, ১ টি কিরিচ, ৮ রাউন্ড ১২ বোর গুলি ও ৯ রাউন্ড ১২ বোর গুলির খালি খোসাসহ মোঃ শাহাজাহান (৩৫) ও মোঃ কামাল হোসেন (১৯) নামের দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আমর্স এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯অ/১৯(ভ) ধারা মোতাবেক কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর কার্যক্রম চলছে বলে র‌্যাব সূত্রে প্রকাশ।

উল্লেখ্য,র‌্যাব-৭, চট্টগ্রাম বিগত ১ জানুয়ারি ২০১৭ হতে অদ্য ৩০ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ৩’শত টি বিভিন্ন ধরনের অস্ত্র,৪৬ টি ম্যাগাজিন এবং ৩’হাজার ৪’শত ৭৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৬৯ লক্ষ ২১ হাজার ২৪১ পিস ইয়াবা,২৭ হাজার ৪’শত ৯ বোতল ফেন্সিডিল, ১’হাজার ৯শত ২৩ বোতল বিদেশী মদ ও বিয়ার, ৫ লক্ষ ১২ হাজার ১’শত ৭৫ লিটার দেশীয় তৈরী মদ, ৭’শত ১৮ কেজি ২’শত ৮০ গ্রাম গাঁজা, ৩;শত ৬০ গ্রাম হেরোইন ও ৪;শত গ্রাম আফিম উদ্ধার করেছে।