মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি পাওয়ার টিলারকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী ট্রাক ঢুকে পড়ল চায়ের দোকানে। এতে আহত হয়েছে ৫ জন। গতকাল ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় সাতকানিয়া উপজেলার তেমুহনী নয়াখাল এলাকায় দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকালে চট্টগ্রামগামী ইটবাহী (চট্টমেট্রো-ট-০৫-১১৩৪) ট্রাকটি নয়াখাল এলাকায় পৌঁছলে পূর্ব পাশ থেকে একটি পাওয়ার টিলার সড়কে উঠে যায়। ট্রাক চালক পাওয়ার টিলারকে বাচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম উদ্দিনের চায়ের দোকানে ট্রাকটি ঢুকে পড়ে। এতে আহত হয় শরীফুল ইসলাম (২৮), আবুল কায়েস (৩৫) ট্রাকের হেলপার বেলাল হোসেন (২৫), দীপু সিংহ (৪৫)। আহতদের মধ্যে শরীফ ও কায়েসকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এএসআই মোহরম আলী বলেন, পাওয়ার টিলার বাচাতে গিয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। চায়ের দোকানটি ছুরমাছুর হয়ে যায়। দুর্ঘটনায় পতি ট্রাক ও একটি সাইকেল জব্দ করা হয়েছে।