৪ পাইলট জীবিত উদ্ধার

প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০১৭ ০৯:৫৮ , আপডেট: ২৭ ডিসেম্বর, ২০১৭ ১১:২০

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সোনাদিয়া থেকে উদ্ধার হওয়া এক পাইলট।

শাহেদ মিজান, সিবিএন:
মহেশখালীতে বিধ্বস্ত দু’বিমানের বিমানের চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সোনাদিয়ার চর ও হামিদার দিয়া চর থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাহিনীর দুটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান উপজেলার পুটিবিলা এলাকায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত ওই ‍দুটি বিমানের পাইলটরা হলেন- গ্রুপ ক্যাপ্টেন শরীফ, স্কয়াড লিডার মনির, উইং কমান্ডার আজিম ও উইং কামান্ডার রাজীব।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম জানান, অাহত ৩ জন পাইলটকে বিমান বাহিনীর  হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। পরে উদ্ধার হওয়া আরেকজনেক নদী পথে কক্সবাজার  হয়ে তাকেও হেলিকপ্টারে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক রাশেদুল হাসান বলেন, ‘চারজন পাইলটকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তারা আহত হয়েছেন। সেটা খুব মারাত্মক না।

তিনি আরও জানান, কক্সবাজারের মহেশখালীতে উড়ন্ত অবস্থায় দুটি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।