ইমাম খাইর, সিবিএন:

মহেশখালীর পৌরসভার পুটিবিলা ও ছোট মহেশখালীতে বিমান বাহিনীর দুইটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ৪ পাইলটকে উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে ঘটনাটি ঘটেছে।কক্সবাজার বিমানবন্দর ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয় সাংবাদিক বশির উল্লাহ সিবিএনকে জানান , বাংলাদেশ বিমানের প্রশিক্ষণরত ২ বিমান আকষ্মিক মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটনাটি ঘটে। এতে একটি বিমান ছোট মহেশখালীর মাইজপাড়া পড়ে সম্পূর্ণ মাটির ভিতর ঢুকে যায় । তবে বিমানের লেজের শেষাংশটি দেখা যাচ্ছে ।

ঘটনাস্থলে মহেশখালী   উপজেলা নির্বাহী অফিসার আবুল কালামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত আছেন।

অপরদিকে পুটিবিলা পালপাড়ায় অপর একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে ।  বিমানটি মাটিতে পড়ার সাথে সাথে বিকট শব্দে আগুন ধরে যায় । রিপোর্ট লেখা পর্যন্ত ঐ বিমানে আগুন জ্বলছে । ফায়ার কর্মীরা স্থানীয়দের সহযোগিতায়  আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দৌড়াদৌড়ি করতে গিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি আহতও হয়েছেন। এলাকাবাসী জানান, ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করা হয়েছে । তবে তার পরিচয় ও বিস্তারিত জানা যায়নি।