সংবাদ বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ আওয়ামীলীগ, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন- দেশ মাতৃকাকে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে অংশগ্রহণ করা প্রত্যেক মুক্তিযোদ্ধা একেকজন সম্মানীত ব্যক্তি। তাঁরা স্বপ্ন দেখেছিলেন- বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ। সেদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। তিনি গত ২৫ ডিসেম্বর ডুলাহাজারায় আয়োজিত বিজয় মেলায় মুক্তিযোদ্ধা সম্বর্র্ধণা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোছাইন এ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন- সারাদেশের ন্যায় কক্সবাজার জেলায় উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে, তা ইতিহাসে বিরল। এ উন্নয়ন কর্মকান্ড সচল রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বাধীন আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় বসাতে হবে। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ সদস্যবৃন্দ যথাক্রমে মিজানুর রহমান, মিজানুর রহমান (ইকরা), সোনা আলী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন জয়নাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আজিমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুকত হোসেন, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আজিজুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ফরিদুল হক, আবু সালাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন বুলবুল, যুবলীগ নেতা সাইফুর রহমান, কাইসার উদ্দিন বাবুল, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন হাসান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ সোলেমান, ডুলাহাজারা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর এর আহ্বায়ক মাঈনুল হোসেন সৌরভ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ হোসেন জিকু, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাপ্পী এবং ইনতিসার রাব্বী বক্তৃতা করেন।