প্রেস বিজ্ঞপ্তি:

দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা দুর্নীতি দমন কমিশনের অন্যতম একটি দায়িত্ব। জনগণের জন্য প্রদত্ত সরকারী পরিসেবা দক্ষ ও কার্যকর উপায়ে প্রাপ্তি নিশ্চিতকরণ ও সরকারী কর্মকর্তাগণের মধ্যে সততা ও মূল্যবোধের মান বজায় রাখা ও বৃদ্ধির জন্য দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ ডিসেম্বর ২০১৭ খ্রি: তারিখ রবিবার সকাল ১০.০০ ঘটিকা হতে ১৩.৩০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ ভবন অডিটোরিয়াম, আগ্রাবাদ, চট্টগ্রাম এ বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর সেবা কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. নাসিরউদ্দীন আহমেদ, মাননীয় কমিশনার (অনুসন্ধান), দুর্নীতি দমন কমিশন উপস্থিত থাকবেন এবং গণশুনানি অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

গণশুনানিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্তে কোন অভিযোগ থাকলে জনাব লুৎফুল কবির চন্দন, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ মোবাইল নং-০১৭৫২-৩৪০৩৯২ এবং জনাব নুরুল ইসলাম, উপসহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১, মোবাইল নং-০১৮১৮-৯৯৩৮৮১ এর নিকট আগামী ২৩/১২/২০১৭ খ্রি: তারিখ বিকাল ১৭.০০ ঘটিকার মধ্যে অভিযোগ দাখিল করাসহ বিদ্যুৎ ভবন অডিটেরিয়াম, আগ্রাবাদ, চট্টগ্রাম এ ২৪/১২/২০১৭ খ্রি: তারিখের গণশুনানিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।