রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টা নাগাদ ১৯৩টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফল ঘোষণা হয়। তাতে লাঙ্গল প্রতীকে মোস্তফা পেয়েছেন ২৫ হাজার ৭৬৩ ভোট।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বিদায়ী মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১১৮ ভোট।

তার পেছনেই আছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা; তার ভোট ৬ হাজার ২০টি।

বিভিন্ন কেন্দ্র থেকে তথ্য পাওয়ার পর পুলিশ কমিউনিটি হলে বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা করা হচ্ছে। সেখানে রয়েছেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।

এ নির্বাচনে ভোটার প্রায় ৪ লাখ। তার মধ্যে বেলা দেড়টা পর্যন্ত ৪৬ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়ে সুভাষ বিকালে বলেছিলেন, শেষ পর্যন্ত ভোটদানের হার ৭০ শতাংশ হতে পারে বলে তারা আশা করছেন।

কোনো কেন্দ্র থেকেই গোলযোগের কোনো খবর আসেনি, যাকে নজিরবিহীন বলছেন ভোটাররা।