এম.মনছুর আলম, চকরিয়া:

চকরিয়ায় বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে তিনটি বসতবাড়ি পুুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।২১ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে উপজেলা বরইতলী ইউনিয়নের পহরচাঁদা ৬নম্বর ওয়ার্ডস্থ ফতেহ আলী সিকদার পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পূর্বেই বসতবাড়ি গুলো পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি এ প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার ভোররাত ৩টার সময় ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার মৃত আবদুল হাকিমের পুত্র আকতার আহমদ,নুর মোহাম্মদের পুত্র মোহাম্মদ শাহাব উদ্দিন ও মৃত আবদু রহিমের পুত্র আমান উল্লাহর বাড়িতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে ৩টি বাড়িতে পুড়ে যায় ছাই হয়ে যায়।তিনি আরো বলেন,অগ্নিকান্ডের ফলে চারটি বাড়ির প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো খোলা আকাশের নিচে বসবাস করছে

এদিকে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষথেকে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার আওতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন,

দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩পরিবারকে ২বান্ডিল করে টিন,নগদ ৬ হাজার করে টাকা ও ৪টি করে কম্বল প্রদান করা হয়েছে।ত্রাণ বিতরণের সময় স্থানীয় চেয়ারম্যান জালাল আহমদ সিকদার,ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন