নিজস্ব প্রতিবেদক:

খেলাঘর কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শিল্পী মুক্তিযোদ্ধা লায়লা হাসান বলেন,স্বাধীনতার ৪৬ বছর পার হলেও এখনো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিষ্ঠা হয়নি। মুক্তিযুদ্ধের ইতিহাস বিভ্রান্ত করা হচেছ। বিকৃত করা হচ্ছে ৯ মাসের উত্তাল সংগ্রামের ইতিহাস। নতুন প্রজন্মের শিশুরা এখনো পুর্ণাঙ্গ সঠিক ইতিহাস জানতে পারছেনা। তারা বড় হচ্ছে ইতিহাসের ভুল তথ্য নিয়ে। এভাবে বেড়ে উঠলে দেশপ্রেমী নাগরিক গড়ে উঠবেনা। তাই শিশুদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

তিনি বলেন, যারা ইতিহাস বিকৃতি করছে তাদের বিচার হওয়া প্রয়োজন। তা না হলে ইতিহাস ভুল পথে চলবে। আর এতে দেশ ও দেশের মানুষ পথভ্রষ্ট হবে।

তিনি গতকাল ২০ ডিসেম্বর কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে তিনদিন ব্যাপী বিজয়ের শিশু উৎসব উদ্বোধন কালে এসব কথা বলেন। জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে সভায় ঘোষনা পত্র পাঠ করেন বিজয়ের শিশু উৎসব এর চেয়ারম্যান আদিল চৌধুরী। প্রথম দিনের আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। স্বাগত বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক করিম উল্লাহ কলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয়ের শিশু উৎসবের মহাসচিব বিশ্বজিত পাল বিশু। জেলা খেলাঘর আসরের সম্পাদকমন্ডলীর সদস্য জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, ডিজিটাল হাসপাতালে কর্মকর্তা ওসমান গণি, বিভিন্ন শাখা আসরের সাধারন সম্পাদকের মধ্যে মৃনাল বড়–য়া, বুলবুল এ জান্নাত, ওয়াহিদ মুরান সুমন, শহীদুল্লাহ শহীদ, এস,এম জসিম উদ্দিন, কাজী গোলাম মোর্শেদ, রাসেল করিম, অপর্ন বড়–য়া।

উদ্বোধনের শুরুতে রামুর নবসৃজনি খেলাঘর আসরের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন শিল্পী মুক্তিযোদ্ধা লায়লা হাসান আর খেলাঘর পতাকা উত্তোলন করেন বিজয়ের শিশু উৎসব এর চেয়ারম্যান আদিল চৌধুরী। পরে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

খেলাঘর আসরের বিভিন্ন শাখা সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে উদীচী শিল্পী গোষ্ঠী।